চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের লাদিয়া গ্রামের মৃত মাওঃ আব্দুল হামিদ মাস্টারের ছেলে মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা প্রভাষক আহামাদুর রহমান আফজালের ঘরের পাশে প্রতিপক্ষের লোকজন একটি খোলা লেট্রিন স্থাপন করে। ওই লেট্রিন স্থানান্তরের জন্য অনুরোধ করলে প্রতিপক্ষ টেনু মিয়াসহ তার লোকজন প্রতিবাদকারী আফজালকে মিথ্যা নারী নির্যাতন মামলাসহ জীবন নাশের হুমকি দিয়ে আসছে। এর প্রতিকার ছেয়ে আহামাদুর রহমান আফজাল গত ১৭ এপ্রিল চুনারুঘাট উপজেলা চেয়ারম্যানের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, দীর্ঘদিন যাবত প্রভাষক আফজালের পরিবারদের সাথে টেনু মিয়া গংরা নানা অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। এ অত্যাচারের প্রতিবাদ করতে চাইলেই টেনু মিয়ার স্ত্রী অথবা মেয়ে দিয়ে নারী নির্যাতন মামলাসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছে। ফলে আহামাদুর রহমানসহ তার পরিবার পরিজনরা ইজ্জ্ত সম্মানসহ জীবনের নিরাপত্তা হীনতায় ভোগছেন।