শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে পরিত্যক্ত টয়লেট থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার সময় যুবক আটক লাখাই উপজেলার কাঠিহারা মেলা থেকে সরঞ্জামসহ ৪ জুয়ারী আটক বানিয়াচঙ্গে বিএনপি নেতা আহমেদ আলী মুকিব ॥ পলাতক স্বৈরাচারের পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ফল ভালো হবে না জে কে এন্ড এইচ কে হাই স্কুলের শতবর্ষ উদযাপন ২২ ফেব্রুয়ারী ॥ জেলা প্রশাসকের সাথে শতবর্ষ উদযাপন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জে গাঁজাসহ চুনারুঘাটের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা র‌্যালী জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটি অনুমোদন চুনারুঘাটে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর ॥ ২ লাখ টাকা লুট শায়েস্তাগঞ্জে ছাত্রদলের বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

আজমিরীগঞ্জে দরিদ্র জনগোষ্টির মাঝে জেলা প্রশাসনের চিকিৎসা সেবা প্রদান

  • আপডেট টাইম রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মুজিববর্ষ সামন রেখে আজমিরীগঞ্জে কাকাইলছেওয়ে ২ হাজার দরিদ্র-অসহায় লোকজদের চিকিৎসা সেবা দেয়া হয়েছে। গতকাল শনিবার সকালে মমচাঁন ভূইয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ চিকিৎসা সেবা দেয়া হয়। হাওরের কালনী-ভেড়ামোহনা নদীর তীরে প্রায় দুই হাজার স্বাস্থ্য সেবা বঞ্চিত হাওর পারের দরিদ্র জনগোষ্ঠীকে মেডিসিন, গাইনি, চর্ম ও শিশুরোগসহ অন্যান্য রোগের চিকিৎসাসহ ঔষধ প্রদান করা হয়। এর আগে প্রধান অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোঃ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ মুখলিছুর রহমান উজ্জল, উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, আজমিরীগঞ্জের চলতি দায়িত্বে থাকা বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকার, বিশিষ্ট সাংবাদিক ও আজমিরীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজবাহ উদ্দিন ভুইয়া। মেডিকেল ক্যাম্পের উদ্বোধনীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান নূরুল হক ভুইয়া। মেডিকেল ক্যাম্পে হবিগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জনের নেতৃত্বে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ১০ জন চিকিৎসক কাকাইলছেও ইউনিয়নসহ এর পার্শ^বর্তী কিশোরগঞ্জ জেলার ইটনা, মিঠামন উপজেলার হাওর অঞ্চলের দরিদ্র লোকজন চিকিৎসা সেবা ও ঔষধপত্র নেন।
এছাড়াও উপজেলার বীর মুক্তিযোদ্ধাদেরও চিকিৎসা সেবা দেয়া হয়। উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন-মুজিববর্ষকে সামনে রেখে প্রত্যন্ত হাওর অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের জন্য জেলা প্রশাসনের এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন-প্রত্যেকটি হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র, ক্লিনিকগুলোতে জনগনের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন-কোথায়ও কোন সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা যাতে অবহেলার শিকার না হয় সে দিকে চিকিৎসকদের সজাগ থাকার জন্য তিনি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com