স্টাফ রিপোর্টার ॥ শাহজিবাজার রাবার বাগানে বনদস্যুদের হামলায় ২ প্রহরি আহত হয়েছে। গতকাল শনিবার বিকেলে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় আশরাফুল (৩০) ও সুলিল দেব (৪০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, মাধবপুর উপজেলার শাহজিবাজার বন শিল্প উন্নয়ন কর্পোরেশন রাবাব বাগানে প্রতিদিনের মতো বন প্রহরিরা (আনসার সদস্য) পাহারা দিচ্ছিল। এ সময় বনদস্যুরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে আশরাফুল ও সুলিল দেবকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। পরে অন্যান্য প্রহরিরা এগিয়ে আসলে বনদস্যুরা পালিয়ে যায়।