নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা’র সরকার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা উপহার দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রাম হবে শহর এই প্রত্যয় নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ সহ দেশ ও মানুষের কল্যাণে যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তন এনেছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলা দীঘলবাক ইউনিয়নের দৌলতপুর, কামারগাঁও, হোসাইনপুর সড়ক এলজিইডির অর্থায়নে মেরামত ও রক্ষণাবেক্ষন উন্নয়ন কাজের উদ্বোধন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু কালভার্ট নির্মাণ কর্মসূচী অর্থায়নে ক্ষুদকরিমপুর গ্রামের রাস্তা ও জামে মসজিদের নিকট শেরখাই নদীর উপর ৫০ ফুট দৈর্ঘ্য সেতু উদ্বোধননকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই এলাকাবাসীরে পক্ষ থেকে উদ্বোধক ও প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন যুক্তরাজ্য প্রবাসী সমাজ সেবক হাজী মোঃ আব্দুল মুতিন।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শামসুউদ্দিন, এলজিইডির উপজেলা প্রকৌশলী সাব্বির আহম্মেদ, পরিবার-পরিকল্পনা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা পজীব কর্মকর্তা সাকিল আহমেদ, উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আলীবর্দী খান সুজন, উপজেলা কৃষি কর্মকর্তা একেএম মাকসুদুল আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আহসান হাবিব, সমবায় কর্মকর্তা মোঃ হাফিজুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ জাকারিয়া, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দাল করিম, উপ সহকারী প্রকৌশলী হারুনুর রশীদ, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল আউয়াল, সহকারী শিক্ষা কর্মকর্তা মোশাহিদ আলী, আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিধান ধর, দীঘলবাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন, সাধারণ সম্পাদক সুজাত চৌধুরী, ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল খালিক, আওয়ামীলীগ নেতা গোলজার মিয়া, আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ গুল আহমদ কাজল, নবীগঞ্জ পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সাজ্জাদুর রহমান, ইউপি যুবলীগ নেতা মাখন মিয়া, মজনু মিয়া, সাদিক মিয়া, জগলু মিয়াসহ আওয়ামীলীগ, যুবলীগ সহযোগী সংগঠনের পাশাপাশি এলাকার বিশিষ্ট নেতৃবৃন্দ।