চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহরের প্রবীন বিশিষ্ট ব্যবসায়ী ক্ষিরোদ রঞ্জন পাল বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করেছেন। তিনি পৌর শহরের সংবাদ পত্রের এজেন্ট (সংবাদ বিতান) ও চুনারুঘাট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রাইরঞ্জন পালের পিতা। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় মধ্যবাজার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ১০২ বছর। ওই দিন রাতে পৌর শহরের হাতুন্ডা শ্মশানঘাটে েিরাদ রঞ্জন পালের সৎকার করা হয়। তিনি ২ ছেলে, ২ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। সকলের প্রিয় বিশিষ্ট ব্যবসায়ী ক্ষিরোদ রঞ্জন পালের মরদেহ শেষবারের মত দেখতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তারঁ বাসায় ভিড় জমান। এদিকে সাংবাদিক রাই রঞ্জন পালের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চুনারুঘাট সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দরা। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চুনারুঘাট সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, যুগ্ম সম্পাদক এসএম শওকত আলী, সাংগঠিক সম্পাদক মীর জুবায়ের আলী, সদস্য শেখ হারুনুর রশিদ ও শাহজাহান জলি।