স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ছোট বহুলা হাওড়ে প্রেমিক ও তার বন্ধুর হাতে প্রাণ কোম্পানীর শ্রমিক ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মুর্মুর্ষ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি বানিয়াচঙ্গ উপজেলার সুবিদপুর ইউনিয়নের আলমপুর গ্রামে।
সূত্র জানায়, ছোট বহুলা গ্রামের সোহেল মিয়া নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক চলে আসছিল। গত শুক্রবার রাতে সোহেল কৌশলে ওই যুবতিকে ছোট বহুলা নিয়ে আসে। পরে সোহেল ও তার এক বন্ধু যুবতীকে ধর্ষণ করে। এক পর্যায়ে তাকে রেখে এরা ধর্ষণকারীরা চলে যায়। পরে ওই যুবতি ফোনে তার ভাইকে খবর দিলে স্থানীয় লোকজনের সহযোগিতায় গতকাল শনিবার সকালে যুবতীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) দৌস মোহাম্মদ, এসআই খোর্শেদ আলমসহ একদল পুলিশ হাসপাতালে গিয়ে ভিকটিমের জবানবন্দি রেকর্ড করেন এবং তার খোজ খবর নেন।
ওসি মাসুক আলী জানান, ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না।