স্টাফ রিপোর্টার ॥ হবগিঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী বাহুবল উপজেলার সাতকাপন ও বাহুবল সদর ইউনিয়নের ৪৮২ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ২৯ লাখ টাকার ভাতা বিতরণ করেছেন। তিনি গতকাল সকালে কিশলয় জুনিয়র উচ্চ বিদ্যালয় মাঠে এ ভাতা বিতরণ করা হয়। বাহুবল উপজলো নির্বাহী র্কমকর্তা স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাহুবল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুন নুর মানিক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, সাতকাপন ইউপি চেয়ারম্যান শাহ আব্দাল মিয়া, বাহুবল সদর ইউনিয়নের চেয়ারম্যান আজমল হোসনে চৌধুরী, উপজেলা সমাজ সেবা অফিসার নুসরাত ই এলাহী। অনুষ্টানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুকুর রশীদ, যুবলীগ নেতা এম রশীদ আহমদ, আনোয়ার হোসেন আলী, ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম হেলাল, সুজন মিয়া প্রমুখ।
উল্লেখ্য, মিলাদ গাজী এমপির প্রচেষ্ঠায় সমাজ কল্যাণ অধিদপ্তর বিশেষ ভাতা হিসেবে এ ভাতা বরাদ্দ দিয়েছে।