স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক এডভোকেট ছারওয়ার রহমান চৌধুরীর মাতা রাজিয়া খাতুন চৌধুরী (৭২) ইন্তেকাল করেছেন। ইন্না…রাজিউন। গতকাল বুধবার বিকেল ৪ টায় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় শহরের রাজনগর জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে, রাজিয়া খাতুন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা আব্দুল বাছিত আজাদ, জেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা হোসাইন আহমেদ নুরী, সহ-সভাপতি অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী, পৌর খেলাফত মজলিস সভাপতি আঃ জলিল আব্দাল, সেক্রেটারী হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক মুফতি আমিনুল হক সুমন, বাহুবল খেলাফত মসলিস সভাপতি হাফেজ মাওলানা কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা বদরুল আলম প্রমূখ।