শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

সাংবাদিকের উপর হামলার ঘটনায় আবুল কালামের সাপ্তাহিক হাজিরার শর্তে জামিন দিলেন আদালত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযুক্ত এডভোকেট আবুল কালামকে সতর্ক করে সাপ্তাহিক হাজিরার শর্তে জামিন দিলেন আদালত। এদিকে বেরিয়ে আসছে তার নানান অপকর্মের অজানা কাহিনী। গত মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক প্রথমে থাকে সতর্ক করেন। পরে সাপ্তাহিক হাজিরার শর্তে জেলা আইনজীবি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের জিম্মায় জামিন মঞ্জুর করেন। প্রসঙ্গ ১৭ই জানুয়ারী দুপুরে ছুটির দিনে আদালত ভবনে সহকারী পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ে এক নারীর সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করেন। বিষয়টি কোর্টের পুলিশ বিজ্ঞ চীফ জুডিশিয়ালকে অবগত করলে তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল হোদা চৌধুরীকে ঘটনাস্থলে পাঠান। এ সময় কালামকে বিভিন্ন প্রশ্ন করেন। বিচারকের প্রশ্নের সুউত্তর না দিয়ে মোটরসাইকেল যোগে তিনি সটকে পড়েন। বিচারকের নির্দেশে ওইদিন রাত ১০টায় হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকার তার বাসা থেকে সদর থানার ওসি অপারেশন দৌস মোহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে কারাগারে প্রেরণ করেন। তার এই নারী কেলেংকারীর ঘটনা নিয়ে স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। দীর্ঘদিন কারাভোগ করে আদালতে মুসলেকা দিয়ে জামিনে বেরিয়ে আসেন এবং সাংবাদিকদের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠেন। রবিবার বিবেলে জজ কোর্টের প্রধান ফটকের সামনে দৈনিক খোয়াই এর সিনিয়র স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরীর উপর কালাম ও তার লোকজন অতর্কিত সন্ত্রাসী হামলা চালান। এ সময় তিনি আহত হন এবং তার ব্যবহৃত ডিজিটাল ক্যামেরা ছিনিয়ে নিয়ে কালাম ও তার লোকজন সটকে পড়ে। এ ঘটনা নিয়ে জেলা সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং বিভিন্ন প্রতিবাদ সভা ও তীব্র নিন্দা জানানো হয়। গত সোমবার জুয়েল চৌধুরী বাদি হয়ে সদর থানায় কালামসহ অজ্ঞাত আরো ২/৩জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ রাতভর কালামের বাসাসহ বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে পারেননি। শুধু তাই নয়, আবুল কালাম ২০০৮ সালে মদ খেয়ে মাতলামি করার সময় শহরের শ্মশানঘাট এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। এসময় তার কাছ থেকে বেশ কিছু মদও উদ্ধার করা হয়। এ ঘটনায় তখনকার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হেলাল উদ্দিন সতর্ক করে তাকে মরহুম এডভোকেট শামছুদ্দিন রানার জিম্মায় জামিন দেন। এছাড়া তার পক্ষে আর কোন আইনজীবি জামিনের আবেদন করেননি। এছাড়াও তার বিরুদ্ধে আরো বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com