স্টাফ রিপোর্টার ॥ শহরের মাস্টার কোয়ার্টার এলাকাস্থ বদরুন্নেছা (প্রাঃ) হাসপাতালে বিনিয়োগ করে প্রায় ৬৫ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন এক বিনিয়োগকারী। শুধু তাই নয়, চুক্তিনামা লঙ্ঘন করে ওই বিনিয়োগকারীকে অবৈধভাবে উচ্ছেদ করতে দেয়া হচ্ছে নানা হুমকি-ধমকি। মামলার বিবরণে প্রকাশ, ২০১৬ সালে ওই হাসপাতালটি পরিচালনার জন্য হবিগঞ্জ শহরের কোরেশনগর এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ হায়দার আলীর পুত্র শেখ আনিসুজ্জামানের সাথে মৌলভীবাজার সদর উপজেলার ইসলামপুর গ্রামের মরহুম আব্দুল মোছাব্বিরের স্ত্রী বদরুন্নেছা খানমের একটি ব্যবসায়ীক চুক্তিনামা সম্পাদিত হয়। ১০ বছর মেয়াদি ওই চুক্তিনামায় উল্লেখ করা হয় ‘উভয় পক্ষই লাভ-ক্ষতির সমান অংশীদার’। সেই হিসেবে ওই হাসপাতালে ভাড়া ও উন্নয়ন খাতে প্রায় ৬৫ লাখ টাকা বিনিয়োগ করেন শেখ আনিসুজ্জামান। এতে হাসপাতালটি ধীরে ধীরে লোকসান কাটিয়ে ব্যবসায়ীক সফলতার দিকে এগিয়ে যেতে থাকে। এক পর্যায়ে চুক্তিনামার শর্ত লঙ্ঘন করে বিনিয়োগকারী আনিসুজ্জামানকে জোরপূর্বক হাসপাতাল থেকে উচ্ছেদের ষড়যন্ত্র শুরু করেন বদরুন্নেছা খানম। বিষয়টি নিয়ে একাধিক সালিশ বিচারও হয়। সালিশ বিচারে শেখ আনিসুজ্জামান তার ন্যায্য ক্ষতিপূরণ ও সম্মানজনক নিস্পত্তি চান। কিন্তু এতে বেকে বসেন বদরুন্নেছা। চুক্তির মেয়াদ থাকা সত্ত্বেও ক্ষতিপূরণ অথবা সময় না দিয়েই জোরপূর্বক উচ্ছেদের সিদ্ধান্তে অনড় থাকেন তিনি। এ অবস্থায় উপায়ন্তর না দেখে হবিগঞ্জের সিনিয়র সহকারী জজ আদালতে বদরুন্নেছা খানমের বিরুদ্ধে একটি স্বত্ত্ব মামলা দায়ের করেন শেখ আনিসুজ্জামান। এতে তিনি বিবাদির বিরুদ্ধে অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন।
এ প্রতিবেদকের সাথে আলাপকালে শেখ আনিসুজ্জামান বলেন, ‘আমি দখলদার নই, বৈধ বিনিয়োগকারী। লোকসান কাটিয়ে হাসপাতালটি যখন লাভের মুখে পড়েছে ঠিক তখনই ষড়যন্ত্রমূলক ভাবে চুক্তির মেয়াদ থাকা সত্ত্বেও আমাকে অবৈধভাবে উচ্ছেদ করতে চাইছেন বদরুন্নেছা খানম’। তিনি বলেন ‘আমি হাসপাতালের বিভিন্ন খাতে প্রায় ৬৫ লাখ টাকা বিনিয়োগ করেছি, আমাকে সময়ও দেয়া হচ্ছেনা। আমি চাই ক্ষতিপূরণ প্রাপ্তি সাপেক্ষে সম্মানজনক বিদায়’।