অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ পৌর শহরে বিভিন্ন দোকান পাটে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে পানাহার হোটেল রেষ্টুরেন্টকে পঁচাবাসি খাবার পরিবেশন করায় ২ হাজার টাকা, দাউদনগর বাজারের গোপাল মিষ্টান্ন ভান্ডারকে নোংরা পরিবেশে খাবার উৎপাদন করায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমী আক্তার। উপজেলা নির্বাহী কর্মকতা সুমী আক্তার জানান, এ অভিযান অব্যাহত থাকবে।