ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ পরিবেশ দূষণ, ফসলি জমি ও নদী থেকে মাটি কেটে ইট নির্মাণ, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনা করার দায়ে নবীগঞ্জ উপজেলায় ‘মের্সাস হিরো ব্রিকস ফিল্ড’ নামক ইটভাটা গুড়িয়ে দিয়েছে সিলেট পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার সন্ধ্যায় ওই অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ইশরাত জাহান পান্না নেতৃত্বে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। এ সময় হিরো ব্রিকস ফিল্ডটি গুড়িয়ে দেয়া হয়।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের ফসলি জমিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবসা করে আসছিলেন মের্সাস হিরো ব্রিকস ফিল্ড স্বত্ত্বাধিকারী মিহির লাল রায়। সম্প্রতি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল এ বিষয়টি জানতে পেরে পরিবেশ অধিদপ্তরকে অবগত করেন। এরই প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ইশরাত জাহান পান্না অভিযান পরিচালনা করে মের্সাস হিরো ব্রিকস ফিল্ডটি গুড়িয়ে দিয়েছে। পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ইশরাত জাহান পান্না ব্রিকস ফিল্ড গুড়িয়ে দেয়ার সত্যতা নিশ্চিত করেছেন।