প্রেস বিজ্ঞপ্তি ॥ জাকজমকপুর্ণভাবে মুজিব বর্ষ পালনের লক্ষ্যে হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেকলীগের বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার সকালে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্টিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান।
সভায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেকলীগের সহ-সভাপতি অমল কুমার দাশ পলাশ, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম শামীম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ বিশ্বজিৎ আচার্য্য, হবিগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শেখ সেবুল আহমেদ, সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন, হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক বাবুল চৌধুরী, চুনারুঘাট উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মানিক সরকার, চুনারুঘাট পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নাজমুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক শাহেদুল ইসলাম শাহেদ, যুগ্ম আহ্বায়ক তোফাজ্জুল হোসেন অপু, শায়েস্তাগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক সাইদুর রহমান, নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আমিনুর রশিদ চৌধুরী সুমন, সাধারণ সম্পাদক উজ্জল সর্দার, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইকবাল আহমেদ বেলাল, সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আলমগীর হুসেন টিপু, মাধবপুর পৌর স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ, আজমিরীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সেন্টু, বানিয়াচং উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আশরাফ সোহেল, সাধারণ সম্পাদক আবু আশরাফ চৌধুরী বাবু, বাহুবল উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক ফারুকুর রশিদ ফারুক, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ।
উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি যথাক্রমে- মোতাব্বির খান, আব্দুর রউফ, মোস্তাক গাজী, মাখন পাল, আব্দুল কদ্দুছ দুলাই, আজাদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হুসেন আনার, শেখ মিজানুর রহমান, ফুল মিয়া, মাসুক তালুকদার, ইত্তেহাদ, সুজিত বণিক, আব্দুল মতিন সুজন প্রমূখ।
আলোচনা সভায় জেলার প্রতিটি ইউনিটে জাকজমকপূর্ণভাবে মুজিববর্ষ পালন, ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রতিটি ইউনিটে নতুন করে কমিটি গঠন করণ এর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আব্দুল মজিদ খান জাতীয় সংসদের বেসরকারী সদস্যদের বিল ও বেসরকারী সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরী কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যকরি কমিটির সদস্য, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি সভাপতি ও এডভোকেট আলমগীর চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদের অভিনন্দন জ্ঞাপন করা হয়।