স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সংবাদপত্র হকার্স সমিতির কল্যাণ তহবিলে ৩০ হাজার টাকা অনুদান দিয়েছেন স্কটল্যান্ড আওয়ামী লীগ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী গোলাম আনিস চৌধুরী জিএসসি ইউকে ও হবিগঞ্জ ডিস্ট্রিক ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও একাউন্টটেন্ট মুকিত চৌধুরী। গতকাল সোমবার সন্ধ্যায় জেলা সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি মোঃ কামাল উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সবুজের হাতে ওই টাকার চেক তুলে দেয়া হয়। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রুহুল হাসান শরীফ। এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি শাহীন মিয়া, আব্দুন নূর মিয়া, কোষাধ্যক্ষ আল আমিন, যুগ্ম সম্পাদক ইসলাম উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক ফজল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া, প্রচার সম্পাদক চয়ন দাশ, দপ্তর সম্পাদক ফারুক মিয়া, সমাজকল্যাণ সম্পাদক মোস্তাকিম মিয়া, সদস্য নাসির উদ্দিন, মোজাহিদ মিয়া, কাঞ্চন রায়, জালাল মিয়া, অজয় দেব, কাজল মিয়া, বিষু রায়, দুলাল মিয়া, ফরহাদ মিয়া, কৌশিক বণিক, ছাত্তার মিয়া, কাজল দেব, ছালেক মিয়া, নুরুল ইসলাম, আজিজ মিয়া, আলীম উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, গত ১৯ জানুয়ারী শীতার্থ, দুঃস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে। সভায় গোলাম আনিস চৌধুরী ও মুকিত চৌধুরী হবিগঞ্জ জেলা সংবাদপত্র হকার্স সমিতির কল্যাণ তহবিলে যথাক্রমে ২০ ও ১০ হাজার টাকা অনুদান ঘোষণা করেছিলেন।