প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ড কমিটি গঠন ও কার্যপরিধি বিষয়ক রিফ্রেশার্স ১ম ব্যাচ প্রশিক্ষণ। তৃতীয় নগর উন্নয়ন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পের সহযোগিতায় প্রশিক্ষণটি আয়োজন করে হবিগঞ্জ পৌরসভা। প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান। মেয়র বলেন, প্রকল্পের কার্যক্রমকে সফল করে তোলতে ওয়ার্ড কমিটি গঠনের ভূমিকা অপরিহার্য্য। তিনি ওয়ার্ড কমিটির কার্যপরিধি সম্পর্কে সংশ্লিষ্ট সকলকে অবগত হওয়ার জন্য আহ্বান জানান। প্রশিক্ষণ পরিচালনা করেন তৃতীয় নগর উন্নয়ন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী খন্দকার হাফিজুর রহমান। প্রশিক্ষনে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ আবুল হাসিম, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, পিয়ারা বেগম, খালেদা জুয়েল, অর্পনা পাল, পৌর সচিব মোঃ ফয়েজ আহমেদসহ।