স্টাফ রিপোর্টার ॥ ৯৫ পিস ইয়াবাসহ রাজিব মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোবরার রাত ১০টার দিকে ২নং পুল এলাকার সৈয়দ নাসির উদ্দিন একাডেমীর কাছ থেকে তাকে গ্রেফতার করে।
ডিবি পুলিশ সুত্র জানায়, রাজিব দীর্ঘ দিন যাবৎ পুলিশের চোখ ফাঁকি দিয়ে শহরের বিভিন্ন স্থানে ইয়াবা ফেরি করে বিক্রি করে আসছিল। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই দেবাশিষ তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় রাজিবকে আটক করে তার দেহ তল্লাশি করলে তার কাছ থেকে ৯৫ পিস ইয়াবা পাওয়া যায়। রাতেই তার বিরুদ্ধে মামলা দিয়ে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।