শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

লক্ষ্যের প্রতি অবিচল থাকা মানুষগুলো কোনদিন ব্যর্থ হয়নি-এএসপি পারভেজ

  • আপডেট টাইম সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৮৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ লক্ষ্য ঠিক রেখে চেষ্টা করে গেলে সফলতা একদিন ধরা দিবেই। লক্ষ্যের প্রতি অবিচল থাকা মানুষগুলো কোনদিন ব্যর্থ হয়নি, হবেও না। মানুষ তার স্বপ্নের সমান বড় হয়। কেউ আবার তার স্বপ্নকেও ছাড়িয়ে যায়। গতকাল বুধবার সকাল ১১টায় বাহুবলের মিরপুরে অবস্থিত উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সাইশাইন মডেল হাই স্কুল আয়োজিত এসএসসি ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, লেখাপড়া করে শুধু সার্টিফিকেট অর্জন করলেই চলবে না, তোমাদেরকে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমি বিশ্বাস রাখি তোমাদের ছোঁয়ায় একদিন এ দেশটি সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে। তিনি ক্লাসরুমের দেয়ালে ট্রেইনের ছবি অংকন দেখে প্রতিষ্ঠানের প্রশংসা করে বলেন সানশাইনের শিক্ষার্থীরা সঠিকভাবে শিক্ষাজীবন শেষ করতে পারলে নির্দিষ্ট ষ্টেশন খোঁজে পাবেই। তিনি সানশাইন স্কুলের প্রশংসা করে বলেন, বিগত সময়ে উপজেলা পর্যায়ে পিইসি, জেএসসি ও এসএসসি পরীায় অংশগ্রহণ করে শতভাগ পাশসহ সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে আসছে। প্রতিষ্ঠানটি ভালো লেখাপড়ার পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রেষ্ঠত্ব অর্জন করছে। পাঠ্য বইয়ের পাশাপাশি জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন ধরণের বই পড়ার জন্য তিনি শিক্ষার্থীদেরকে পরামর্শ দেন। সানশাইন মডেল হাই স্কুলের অধ্য রণধীর চক্রবর্তী’র সভাপতিত্বে ও সহকারি শিক্ষক আতাউর রহমান উজ্জলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাইশাইন স্কুলের পৃষ্টপোষক আকদ্দছ মিয়া বাবুল, ব্যবস্থাপনা পরিচালক এম. শামছুদ্দিন, আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান, লামাতাশি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান টেনু, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি নিজামুল হক, কবি ও সাহিত্যিক রুকসানা জেসমিন, রেনেসা ট্রেনিং ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের মোঃ শাহিন, মীর জমিলুন্নবী ফয়সল, মাস্টার আব্দুল হক, সাংবাদিক মনিরুল ইসলাম শামিম প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও অতিথিদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com