নবীগঞ্জ প্রতিনিধি ॥ দৈনিক মাতৃভূমিক প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মেজর অবঃ সুরঞ্জন দাশের সাথে গতকাল রবিবার বিকেলে অবঃ সুরঞ্জন দাশের বাংলা ছায়ানীড়ে এক মতিবিনয় সভায় মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি সরওয়ার শিকদার, সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সহ-সভাপতি আশাহিদ আলী আশা, কোষাধক্ষ্য আকিকুর রহমান সেলিম, নিবাহী সদস্য ও সাবেক সভাপতি এস আর চৌধুরী সেলিম, সাবেক সভাপতি আনোয়র হোসেন মিঠু, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, নিবার্হী সদস্য সুবিনয় রায় বাপ্পি, সাবেক সভাপতি আলাউর রহমান ঠাকুর, সাবেক সভাপতি এটিএম সালাম, কাব সদস্য আবু তালেব, শাহ মিজানুর রহমান, সলিল বরন দাশ, এম মুজিবুর রহমান, আলী হাসান লিটন, মহিবুর রহমান, ছনি চৌধুরী, মোঃ নাবেদ মিয়া প্রমুখ। এ সময় দৈনিক মাতৃভুমি সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) সুরঞ্জন দাশের সাথে নবীগঞ্জ প্রেসক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা কালে তিনি ক্লাবের ভবন নির্মাণ কাজসহ সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বান দেন। তিনি নবীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি নব নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জ্ঞাপন করেন।