স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটার ডিস্ট্রিক্ট ৩১৫এ২ এর উদ্যোগে ও শহীদ এনাম স্মৃতি সংঘ, পইল এর সহযোগিতায় তিন দিন ব্যাপী চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার পইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে এক আলোচনা সভা আয়োজন করা হয়। হবিগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও শহীদ এনাম স্মৃতি সংঘের প্রধান উপদেষ্টা সৈয়দ আহমদুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডি আই জি জনাব জয়দেব কুমার ভদ্র। পইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এনাম স্মৃতি সংঘের সভাপতি সৈয়দ মঈনুল হক আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রবিউল ইসলাম, হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ মাসুক আলী, হবিগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, লায়ন আক্তারুজ্জামান, লায়ন ডা. নুরুল ইসলাম, লায়ন ডা. সৈয়দ হামেদুল হক, কবি তাহমিনা বেগম গিনি, বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, শহীদ এনাম সংঘের উপদেষ্টা জয়নাল আবেদীন রাসেল ও জাহির মিয়া প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে আর্ত মানবতার সেবায় এমন অনন্য নজির স্থাপনের জন্য লায়ন্স ক্লাব ও এনাম সংঘের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ও ভবিষ্যতেও মানব সেবার এই ধারা অব্যাহত রাখার আহবান জানান। উল্লেখ্য, শহীদ এনাম স্মৃতি সংঘের শতাধিক স্বেচ্ছাসেবীর অক্লান্ত পরিশ্রমে শিবিরের প্রথম দিনে প্রায় এক হাজার দরিদ্র রোগীকে চক্ষু চিকিৎসা সেবা সহ ডায়াবেটিক পরীক্ষা, রক্তচাপ পরিমাপ ও হৃদরোগ সম্পর্কিত পরামর্শ দেয়া হয়। রবিবার ও সোমবার বাছাইকৃত রোগীদের মধ্য থেকে দুই শত রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে বিশেষজ্ঞ সার্জন দ্বারা সেলাই বিহীন অপারেশনের মাধ্যমে ল্যান্স সংযোজন করা হবে।