প্রেস বিজ্ঞপ্তি ॥ মুজিব বর্ষ উদ্যাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০১৯-২০ এর আওতায় হবিগঞ্জ জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয় ৩১ জানুয়ারি। নবীগঞ্জ উপজেলা শিশু একাডেমি মাঠে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের অনূর্ধ্ব-১৬ বছরের ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করে। মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণের প্রশিক্ষক ছিলেন, উপজেলার স্বনামধন্য ফুটবল প্রশিক্ষক মোঃ সদরুল আমিন পাভেল। সাফল্যজনক ভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা ক্রীড়া অফিস, হবিগঞ্জ কর্তৃক সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরীম, ক্রীড়া সংগঠক ওহী দেওয়ান চেীধুরী প্রমূখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ নূর হোসেন।