নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের রসুলগঞ্জ নতুনবাজার নামক স্থানে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় কাভারভ্যান ধুমড়ে মুচড়ে গেছে। এছাড়া ২টি রিক্সাও ভেঙ্গে গেছে। এ সময় ১৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে এ ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে-নবীগঞ্জ থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-১১৭৮) ওই স্থানে পৌছালে ব্রেক ফেল করে রাস্তার পাশে পার্কিং করা একটি কাভার্টভ্যানকে সজোড়ে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি ধুমড়ে মুচড়ে যায়। এটি নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সুখেন্দু রায় বাবুলের ব্যবসায়ী প্রতিষ্টানের পণ্যবাহী গাড়ি। এ সময় পথচারীসহ অন্তত ১৫ জন আহত হয়। আহতরা হলেন কাভার্ডভ্যান চালক জহর রায় (৩৫), মান্দারকান্দি গ্রামের রিক্সা চালক আবুল কালাম (৩০), বক্তারপুর গ্রামের হায়দর মিয়া (৪০),আব্দুল জলিল (৫০), মুরাদপুর গ্রামের ব্যবসায়ী রিপন দত্ত (৩১), বড় আলীপুর গ্রামের রিক্সাচালক আবু বক্কর (৩৫), ফয়জুল হক (২৬) ও মোঃ খোকন মিয়া (২৭)। তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে এ দুর্ঘটনার পর পরই উত্তেজিত জনতা বাসটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।