নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ (বড়বাড়ি) নিবাসী মৃত আব্দুল হেকিম (ময়না মিয়ার) স্ত্রী, হিরা মিয়া গার্লস হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক এটিএম বশির আহমদ স্বপন ও লন্ডন প্রবাসী টিভি উপস্থাপক, গীতিকবি জাহাঙ্গীর রানার আম্মা মোছাম্মত ফরিদা খাতুন শুক্রবার দিবাগত রাত ১২ টা ৫৫ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি ২ পুত্র ১ কন্যা সন্তান, নাতি নাতনীসহ অংসখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর সংবাদ পেয়ে মরহুমার বাড়ীতে যান হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য শাহনেয়াজ মিলাদ গাজী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী, সাবেক পৌর মেয়র অধ্যাপক্ষ তোফাজ্জল ইসলাম চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, প্যানেল মেয়র এটিএম সালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া সহ রাজনৈতিক, সামাজিক সাংবাদিক, শিক্ষক শিক্ষিকা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজ ও মরহুমার আত্নীয় স্বজনসহ অনেকেই। গতকাল শনিবার বেলা ২ ঘটিকায় নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন শাহী ঈদগাহ ময়দানে মরহুমার জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। এছাড়াও মরহুমার জানাযার নামাজে অংশ গ্রহন করেন সাবেক চেয়ারম্যান মুক্তিযুদ্ধেও অন্যতম সংগঠক আব্দুর রউফ, প্রাক্তন সিভিল সার্জন বিশিষ্ট চিকিৎসক ডাঃ সফিকুর রহমান, লন্ডন প্রবাসী কমিউনিটি লিডার অধ্যাপক আব্দুল হান্নান, তুহিন আহমদ চৌধুরী, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, সাবেক চেয়ারম্যান আবু ছালেহ আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, কেন্দ্রীয় গণফোরাম সদস্য আবুল হোসেন জীবন, কাউন্সিলর সুন্দর আলী, আব্দুস ছালাম, হিরা মিয়া গালর্স স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বদরুজ্জামান, মাওঃ মালিক, মাওঃ নুরুল হক নবীগঞ্জী, ওহি দেওয়ান চৌধুরী, আলী আমজদ মিলন, রুবেল মিয়া, ইকবাল আহমদ, বেলাল, মাজহারুল ইসলাম অপু, হাফিজুর রহমান মিলন, বাবলু আহমদ, এমএ মুজিবুর রহমান ও কামাল উদ্দিন রাসেল প্রমূখ। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমার দেবর পুত্র মাওঃ শাহ আলম। উল্লেখিত নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, মাধ্যমিক শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি, সাংস্কৃতিক সংগঠনসহ পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ বিশিষ্ট টিভি উপস্থাপক ও গীতিকবি জাহাঙ্গীর রানার আম্মার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।