নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল শনিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্টিত হয়েছে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ডাঃ শাহ আবুল খায়েরের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদারের পরিচালনায় অনুষ্টিত কর্মী সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জাপা নেতা ক্বারী আব্দুস সালাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির নব-নির্বাচিত আহবায়ক এম এ সুবহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু এমপি, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি এডঃ আজমান আলী, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব ও আহবায়ক কমিটির সদস্য কাজল আহমদ, কেন্দ্রীয় যুব সংহতির সদস্য ও জেলা আহবায়ক কমিটির সদস্য এডঃ শিবলী খায়ের, জেলা ছাত্রসমাজের সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ময়না, জেলা কৃষকপার্টির আহবায়ক মঞ্জুরুল হক চৌধুরী মাসুদ, প্রাক্তন জেলা জাতীয় সৈনিক পার্টির সাধারন সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য আবু তালেব। বক্তব্য রাখেন, পৌর জাতীয় পার্টির সভাপতি হাজী আব্দুর জব্বার, উপজেলা জাপার সাবেক সহ-সভাপতি ইলিয়াছ মিয়া, মাষ্টার আব্দুর রকিব, যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এমরান মিয়া, দপ্তর সম্পাদক মাষ্টার নজরুল ইসলাম, উপজেলা জাতীয় যুব সংহতির সহ-সভাপতি অলিদুুর রহমান, নাজমুল খান, সাধারন সম্পাদক নুরুল আমীন পাঠান (ফুল মিয়া), যুগ্ম সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, আব্দুল হান্নান চৌধুরী, নাসির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মির্জা হুসাইন আহমদ হামজা, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আব্দুল আজাদ, কৃষক পার্টির সাধারন সম্পাদক মশির রাইয়ান, ছাত্রসমাজের সভাপতি এম এ মতিন চৌধুরী, সাধারন সম্পাদক স্বপন চৌধুরী, ডিগ্রি কলেজ শাখা ছাত্র সমাজের সভাপতি নিয়ামুল করিম অপু, জাপানেতা আব্দুস শহীদ চৌধুরী, শেখ শহিদ উদ্দিন, সিরাজুল ইসলাম, সাজ্জাদুর রহমান চৌধুরী, নুরুল ইসলাম, আশ্বব আলী, আব্দুর রকিব, ইয়াওর মিয়া, আঃ গনি, আঃ হান্নান চৌধুরী চাঁন মিয়া, আলিফ উদ্দিন মেম্বার, লুৎফুর রহমান, আব্দুল কাইয়ুম, তুহিন আহমদ, শাহ জাহান প্রমুখ। সভা শেষে সবার সম্মতিক্রমে ডাঃ শাহ আবুল খায়েরকে আহবায়ক, মাহমুদ চৌধুরীকে সদস্য সচিব ও মোঃ এমরান মিয়াকে যুগ্ম সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠন করা হয়।