রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

সিলেটে ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী ॥ শায়েস্তাগঞ্জের চালকসহ ৪ ব্যক্তি আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০
  • ৫৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ব্যবসায়ী। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর পরই অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, ইলেকট্রিক সাপ্লাই এলাকার বাসিন্দা ব্যবসায়ী আব্দুল বাছির বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আম্বরখানা ডাচবাংলা ব্যাংক থেকে ৫৫ হাজার টাকা উত্তোলন করে নিজের ব্যবসায় প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় ইলেকট্রিক সাপ্লাই এলাকার মেইন রোডে ৬ জন ছিনতাইকারী ওই ব্যবসায়ীকে জোরপূর্বক একটি গাড়িতে উঠিয়ে নেয় এবং শাহী ঈদগাহ হয়ে রায়নগর এলাকায় নিয়ে তাকে মারধর করে নগদ ৫৫ হাজার টাকা, একটি স্যামসাং জে-৫ ও একটি নোকিয়া মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এদিকে ইলেকট্রিক সাপ্লাই এলাকার মানুষ তাৎক্ষণিক আম্বরখানা ফাঁড়ির পুলিশকে ব্যবসায়ী অপহরণের ঘটনাট জানালে বিমানবন্দর থানার ওসি শাহাদাত হোসেনের নির্দেশে এসআই অনুপ কুমার চৌধুরী ও আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ ইয়াসিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। তারা ১৯নং ওয়ার্ডের কাউন্সিল শওকত আমীন তৌহিদের অফিসের সিসিটিভির ফুটেজ নিয়ে তাৎক্ষণিক আম্বরখানাস্থ ডিঙি রেষ্টুরেন্টের সামনে থেকে ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাসহ (সিলেট -থ-১১-৭০১৭) ও এর চালক হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকার নুরুল ইসলামের ছেলে মো. ফাহিমকে আটক করেন। ফাহিমের দেওয়া তথ্যমতে শাহপরান থানার বালুচর এলাকার নোয়াবাজার থেকে মেজরটিলার মোহাম্মদ গ্রামের মোহন মিয়ার ছেলে মো. শুকুর আলী ও শামীম আহমদ লস্করকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে শাহী ঈদগাহ এলাকার মেইন রোড থেকে নোয়াখালী জেলার লাঙ্গলকোট উপজেলার চৌধুরী মিয়ার ছেলে জসিমকে আটক করে পুলিশ।
অভিযানে অংশ নেন, কোতয়ালী থানার শাহজালাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেবাশীষ দেবসহ পুলিশ সদস্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com