মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ মাইক্রোবাসে করে অভিনব কায়দায় গরু চুরির দায়ে গরু চোর চক্রের ২ সদস্যকে এলাকাবাসীর সহায়তায় গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। অভিযানে ১টি মাইক্রো গাড়ি, ১টি গরুসহ ২ চোরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আজমিরীগঞ্জের উজিরপুর গ্রামের সিরাজুল ইসলাম (২৫) এবং উজিরপুর গ্রামের মৃত রফিক উদ্দিন ছেলে মোঃ নাছির (৩০)। আটককতৃদের বিরুদ্ধে বানিয়াচং থানার মামলা দায়ের করা হয়। উভয় চোরাকারবারি আসামীরা দীর্ঘদিন ধরে মাইক্রোযোগে চুরি করে আসছিল।
এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, যদি কোথাও এরকম ঘটনা ঘটে তাহলে সাথে সাথে থানায় যোগাযোগ করার জন্য।