নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের বেগমপুর গ্রামের দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ অনন্ত ১০জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫জনকে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা প্রদান ও আশংকাজনক অবস্থায় ১জনকে সিলেট ওসমানী মেডিকেল কজেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।
জানা যায়, গতকাল শনিবার বিকেলে ওই গ্রামের ধানের খড় নিয়ে হারুন, সজুন, রিপন, ওয়াহিদ মিয়া গংদের সথে একই গ্রামের আঃ হান্নান মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ লোক আহত হয়। আহতের মধ্যে আঃ হান্নান (৫০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ছাড়া হান্নানের মেয়ে রবি (১৫), সুমি বেগম (১৭), ওয়াহিদ মিয়া (৩৫), সুজন মিয়া (২৮), লিটন (১৮)কে নবীগঞ্জ হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রদান করা হয়েছে। এ নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।