বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউনিয়ন চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল গ্রেপ্তার ফিলিস্তিনীদের গণহত্যার প্রতিবাদে জেলা জাপা’র বিক্ষোভ-সমাবেশ যুক্তরাজ্যে নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্টির সভায় নবীগঞ্জে টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন ও ব্যবসায়ীবৃন্দের পরামর্শ সভা আজ পহেলা বৈশাখ বিতর্কিত টিকটকার ইব্রাহিম-মুক্তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় অভিযোগ ধরতে পুলিশের অভিযান নবীগঞ্জের কাজীগঞ্জবাজার-মার্কুলী সড়কে দুর্ভোগের যেনো শেষ নেই আজমিরীগঞ্জে দুই দলের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত মাধবপুরে থানার ওসি’র জনসচেতনতা উঠান বৈঠক স্টেডিয়ামের অফিস সহায়ক সোহেলের ওপর আবারও হামলা

নবীগঞ্জে স্কাউটস সমাবেশ মহাতাঁবু জলসা সমাপ্ত ॥ ছাত্র-ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ লালন করতে হবে-জেলা প্রশাসক কামরুল হাসান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০
  • ৪১১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, খেলাধুলা ও স্কাউট মাধ্যমে শরীর চর্চা হয়। এতে ছাত্র ছাত্রীদের মন মানসিকতা উন্নত বৃদ্ধি পায়। প্রতিটি স্কুলের মধ্যে স্কাউট চালু থাকা উচিত। মাদককে না বলতে হবে ছাত্র জীবনে একবার মাদকের ছোবলে পড়লে জীবন শেষ। তাই অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের সচেতন থাকতে হবে ছাত্র-ছাত্রী যাতে মাদক ও জঙ্গী কর্মকান্ডে সাথে না জড়ায়। বঙ্গবন্ধুর শেখ মুজিব শতবর্ষে স্কাউটাদের স্বতঃফুর্তভাবে পালন করতে হবে। প্রতিটি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ লালন করতে হবে। উপরোক্ত কথা গুলো তিনি নবীগঞ্জ উপজেলা স্কাউটস সমাবেশ মহাতাঁবু জলসার প্রধান অতিথির বক্তব্যে বলেন।
স্কাউটিং ক্যাম্প পরিচালনা পরিষদের উদ্যেগে চতুর্থ নবীগঞ্জ উপজেলা স্কাউটস সমাবেশ মহাতাঁবু জলসা সমাপ্ত হয়েছে। নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে গত রবিবার রাতে আউশকান্দি স্কুল ও কলেজ প্রাঙ্গনে চতুর্থ স্কাউট সমাবেশের ২০২০ ইংরেজী সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস নবীগঞ্জ শাখার সভাপতি বিশ্বজিত কুমার পাল এর সভাপতিত্বে বাংলাদেশ স্কাউটস এর নবীগঞ্জ শাখার কমিশনার ক্যাম্প চীফ আলী আমজাদ মিলন মিলনের পরিচলনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজললু হক চৌধুরী সেলিম, গণপূর্ত নির্বাহী প্রকৌশলী ফজলুল হক, উপ-বিভাগীয় প্রকৌশলী রেজাউল বারী তুহিন, বাংলাদেশ স্কাউটস এর জেলা কমিশনার কাজী কামাল, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.এ আহমদ আজাদ, বাংলাদেশ স্কাউটস এর জেলা সহকারী কমিশনার শিউলী রাণী, আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মুহিবুর রহমান হারুন, আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ গর্ভানিং বডির সভাপতি হাজী সুহুল আমিন, আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান ও ক্যাম্প উপদেষ্টা লুৎফুর রহমান, বাংলাদেশ স্কাউট হবিগঞ্জ জেলার স্কাউট লিডার ও প্রোগাম চীফ কমিশনার জি এম সহিদুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস নবীগঞ্জ উপজেলার কোয়াটার মাস্টার মোঃ হারুন মিয়া, আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভলান্টিয়ার চীফ ইফনিট লিডার মোঃ আজহারুল ইসলাম মল্লিক, নবীগঞ্জ উপজেলা শাখার আউশকান্দি মুক্ত স্কাউট এর ক্যাম্প মার্শাল মোঃ মিলাদ হোসেন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চ্যানেল এস নবীগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমদ, এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু, আমার হবিগঞ্জ প্রতিনিধি মোঃ হাসান চৌধুরী সহ আরো অনেকেই। ৪টি সাব ক্যাম্প এর মধ্যে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া, দেওয়ান ফরিদ গাজী সাব ক্যাম্প, মাহবুবুর রব সাদী অনুদ্বৈপায়ন ভট্টাচায্য সাব ক্যাম্পে মহাতাঁবু জলসা সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে অংশগ্রহন করেন, শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শিক্ষানুরাগী লোকজন। চতুর্থ স্কাউট সমাবেশে উপজেলার প্রায় ৩০টি দল অংশগ্রহন করে। বিভিন্ন সরকারী বেসরকারী স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পরে রাতে প্রচন্ড ঠান্ডার মধ্যে ছাত্র-ছাত্রীদের গান, নৃত্য, নাটকসহ ডিসপ্লে প্রদর্শন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে তুলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com