স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিল খেলাপীর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় শহরের এক ব্যবসায়ীকে তার পিটিআই রোডের বাসা ও ঘাটিয়া বাজার তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ৯ লাখ টাকা জরিমানা করা হয়। তখন তার বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে তার মিটার জব্দ করেন ভ্রাম্যমান আদালত। এছাড়া মুসলিম কোয়ার্টার, শায়েস্তানগর, ইনাতাবাদ ও মোহনপুরে এসব অভিযোগে আরো ৩ লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট বিদ্যুৎ আদালতের যুগ্ম দায়রা জজ আব্দুল হালিমের নেতৃত্বে বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার এ অভিযান পরিচালনা করেন।
এ ঘটনায় উল্লেখিত বাসার মালিকগণের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মামলা দায়ের করা হয়। নির্বাহী প্রকৌশলী জানান, এ অভিযান প্রতিনিয়ত চলবে। যারা বিদ্যুৎ বিল ফাঁকি দিয়ে বছরের পর বছর বিদ্যুৎ ব্যবহার করে আসছেন তাদের বিরুদ্ধে অভিযান চলবে।