স্টাফ রিপোর্টার ॥ স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নারী কেলেঙ্কারীর ঘটনায় আটক এপিপি আবুল কালাম (৪৫) এর জামিন শুনানী অনুষ্ঠিত হবে আজ সোমবার। ১৯ জানুয়ারী অতিরিক্ত চীফ ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিনের আবেদন করলে আদালত শুনানীর জন্য ২৭ জানুয়ারী ধার্য করেন। এর আগে ১৭ জানুয়ারী ধার্য করেন। এর আগে ১৭ জানুয়ারী চীফ জুডিসিয়াল ভবনের ৩য় তলায় এপিপি’র রুমে নারী নিয়ে আমোদ ফুর্তি করার অভিযোগে সদর থানার পুলিশ তাকে আটক করে কারাগারে পাঠান। আদালত ভবনে ছুটির দিনে দুপুরে এরকম একটি অসামাজিক কর্মকান্ড নিয়ে সর্বত্র তোলপাড় শুরু হয়। ইতোমধ্যে আবুল কালামকে জেলা আইনজীবি সমিতি থেকে শোকজসহ ওই কোর্টের সরকারী মামলা পরিচালনা থেকে অব্যাহতি দিয়ে তার সরকার কর্তৃক রুমটি সিলগালা করা হয়েছে।