স্টাফ রিপোর্টার ॥ অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম বলেছেন, শিক্ষার্থীদের নিজ দায়িত্বে থেকে সঠিক সময়ে স্কুল কলেজের যেতে হবে। মনোযোগ সহকারে ক্লাস করতে হবে এবং বাড়িতে এসে ক্লাসের পড়াগুলো পড়তে হবে। তিনি বলেন-ভালো ছাত্র কখনও ক্লাস ফাঁকি দেন না। যারা ক্লাস ফাঁকি দেন তারা নিজেদের শিক্ষা জীবনের ক্ষতি বয়ে আনেন। তাই প্রকৃত মেধা অর্জন করতে হলে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করতে হবে। গতকাল রবিবার সকালে বানিয়াচং উপজেলার শচীন্দ্র কলেজের ছাত্র মিলায়তনে মাদক, জঙ্গিবাদ, দাঙ্গা, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের করনীয় সচেতনা মূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন-অনেক ছাত্ররা ফ্যাশন হিসেবে সিগারেট ধুমপান করেন। ধুম পান করার এক পর্যায়ে সে ইয়াবাসহ অন্যান্য মাদক সেবনে জড়িয়ে নিজের সুন্দর ভবিষ্যত ধ্বংস করে দেন। তাই শিক্ষার্থীদের ধুমপান পানসহ মাদক পরিহার করতে হবে। মাথার চুল ছোট করে কাটিং করতে হবে। কোন ছাত্রদের বখাটে পনার মতো চুল রাখাসহ ১৮ বছরের আগে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। তিনি বলেন-গ্রাম্য, দাঙ্গা, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, সহকারি অধ্যাপক্ষ তরিকুল ইসলাম হারুন, প্রভাষক লতিফ হোসেন প্রমূখ। সভায় মাদক, জঙ্গি, দাঙ্গা, ইভটিজিং, বাল্যবিবাহ কুফল এর উপর পুলিশ সুপারের নিজ উদ্যোগে তৈরি সটফিল্মগুলো দেখানো হয়।