নবীগঞ্জে আবহানী লিমিটেডের সাবেক খেলোয়াড় ও পৃষ্টপোশক বৃটেনের বাসিন্দা জুয়েল চৌধুরীর লন্ডন গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করে আবহানী লিমিটেড। জনতা কনফেকশনারীতে সংবর্ধনায় উপস্থিত ছিলেন সৈয়দ শাহজাহান, জুসেফ বখত জাকারিয়া অপু, বাবুল চৌধুরী, রিপনউজ্জামান, মাসরুল আহমদ, জুয়েল চৌধুরী, আমিনুল চৌধুরী লিটন আহমদ, রাজু আহমদ, সৌরভ চৌধুরী প্রীতম, জামিল, সাব্বির, মাহিদ, শায়েল হৃয়দ, আকাশ, সমুন সোহাগ, রনি, প্রমুখ।