চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকান্ড বৃদ্ধি ও নানা দুর্নীতির প্রতিবাদে গতকাল সকালে এক সভা অনুষ্টিত হয়েছে। গাজীপুর ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্টিত ওই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসদ নেতা আহম্মেদ আলী, আওয়ামীলীগ নেতা হুমায়ুন খাঁন, আঃ মালেক মাষ্টার, মুক্তিযোদ্ধা নুরুল হক, সুরুজ আলী, শামীম আহম্মদ, বাজার কমিটির সেক্রেটারী আঃ মালেক, থানার দারোগা আবুল কাশেম, বিজিবি সুবেদারসহ এলাকার অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ৫ মে আসামপাড়া বাজারে সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত ব্যবসায়ী রহিম তার ভাই এবং সন্তানকে যারা কুপিয়ে আহত করেছে সেইসব সন্ত্রাসীকে ৭ দিনের মধ্যে গ্রেপ্তার করতে হবে। অন্যতায় কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে। প্রতিবাদ সভা চলাকালিন আসামপাড়া বাজারের সকল ব্যবসা প্রতিষ্টান বন্ধ ছিল।