নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর উচ্চ বিদ্যালয়ে গুণীজন সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরনী অনুষ্টান সম্পন্ন হয়েছে।
গতকাল শনিবার সকালে বিদ্যালয় মিলানায়তনে সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খালেদ আহমদ পাঠান। এতে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক মোস্তাফা কামাল। এতে বক্তব্য রাখেন গোলাম হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ, নুরুল আমিন পাঠান, আব্দুল খালিক, আব্দুল মালিক প্রমূখ। অনুষ্টানে বিদ্যালয় ভবন নির্মান, সীমানা প্রচীর নির্মানসহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সংবর্ধিত ব্যক্তিগন আশ্বাস প্রদান করেন।