স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের দক্ষিণ শ্যামলী এলাকায় শ্যামল রায় নামে এক ওষুধ কোম্পানীর এড়িয়া ম্যানেজারের বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। সন্ধ্যা রাতে এ চুরির ঘটনা হওয়ায় এলাকাবাসীর মাঝে আতংক বিরাজ করছে। জানা যায়, গতকাল শুক্রবার রাত ৮টায় নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের ও হবিগঞ্জ জেলার ওষুধ কোম্পানীর ম্যানেজার শ্যামল রায় বাসার থালা বন্ধ করে স্ব-পরিবারে ঘাটিয়া এলাকায় মার্টেক করতে যান। ঘন্টাখানেক পরে এসে দেখেন দরজা খোলা। ভিতরে প্রবেশ করে দেখেন ড্রয়ারে থাকা নগদ ৭৪ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে এবং বাসার ভেন্টিলেটর ভাঙ্গা। ধারণা করা হচ্ছে চিহ্নিত চিচকে চোর এ ঘটনাটি ঘটিয়েছে। ওসি মাসুক আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন।