প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ ডেন্টাল সার্জন’স ফোরাম-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে হবিগঞ্জের সকল বিডিএস ডেন্টাল সার্জনদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটিতে ডাঃ মোঃ আহমুদুর রহমান আবদালকে সভাপতি, ডাঃ সাজ্জাতুল মামুন, ডাঃ সঞ্জয় রায় চৌধুরী ও ডাঃ মোঃ শাকিল আহমেদকে সহ-সভাপতি, ডাঃ মোঃ ইশতিয়াক রাজ চৌধুরীকে সাধারণ সম্পাদক, ডাঃ আসয়াদ আহমদ শোভন, ডাঃ পংকজ রায় টিটু ও ডাঃ বদরুন নাহার মুক্তাকে যুগ্ম-সাধারণ সম্পাদক, ডাঃ মোঃ আলী আহসান চৌধুরী পিন্টুকে সাংগঠনিক সম্পাদক, ডাঃ মোঃ শাহজাহান মিয়া সাজন, ডাঃ শুভ্রজিৎ রায় ও ডাঃ মুবিন ঠাকুরকে সহ-সাংগঠনিক সম্পাদক, ডাঃ এস এস আল আমিন সুমনকে কোষাধ্যক্ষ, ডাঃ শান্তনু রায় শাওন ও ডাঃ মঈনুল হাসান শাকিলকে উপ-কোষাধ্যক্ষ, ডাঃ রাজিব দাশকে দপ্তর সম্পাদক, ডাঃ কাকলী রায় ও ডাঃ আফসারা রুবায়াত খানকে উপ-দপ্তর সম্পাদক, ডাঃ প্রশান্ত গোপ তরফদারকে প্রচার সম্পাদক, ডাঃ রাফিয়া খানম মনি, ডাঃ সেতু ইসলাম ও ডাঃ নৌশিন তাবাস্সুমকে উপ-প্রচার সম্পাদক, ডাঃ পলি দাসকে সাংস্কৃতিক সম্পাদক, ডাঃ নিবেদিতা দেব ও ডাঃ প্রনয় দাশকে উপ-সাংস্কৃতিক সম্পাদক, ডাঃ নাইমা ফেরদৌস জুইকে আপ্যায়ন বিষয়ক সম্পাদক, ডাঃ তানজিহা তামান্না লুনা ও ডাঃ নাজিয়া সুলতানা কেয়াকে উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক, ডাঃ সৌরভ আহমেদকে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ডাঃ তানিয়া তাসনীম ও ডাঃ সালমা আক্তার লিজাকে উপ-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং সৈয়দ শোয়েব, মাহির শাহরিয়ার আবির, সৌরভ সরকার, নিশিত রায়, ফয়জুন্নাহার জেবা, অর্পিতা রায়, মোঃ হাফিজুর রহমান আকন্জী, নুসরাত জাহান নীলা, তাসলিমা আক্তার হেপী, শম্পা কর্মকার, মোঃ আবুল হাসান বেলাল, জারিন তাসনিম খানম, মোঃ বখতিয়ার আহমেদ, নাদিয়া আক্তার, মোঃ ইনজামুল হক চৌধুরী ও মোঃ সুমন মিয়াকে সদস্য করে হবিগঞ্জ ডেন্টাল সার্জন’স ফোরাম-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।