চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের একমাত্র দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কালাপুর আজিজিয়া আবেদীয়া ফতুশাহ্ সুন্নীয়া দাখিল মাদ্রাসা থেকে ২০১৩ সনে জেডিসি ও জেএসসি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ছাত্র/ছাত্রীদেরকে সংবর্ধনা দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ ওয়াহিদুর রহমান। শিক্ষক মাওলানা মোশাহিদুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ মকছুদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চুনারুঘাট উপজেলা সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এস এম সুলতান খান, মাদ্রাসার প্রতিষ্ঠাতা শেখ মোহাম্মদ সিরাজ উদ্দিন, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা লুৎফুল কবীর, মাওলানা আফরোজ আলী, সাইফুল ইসলাম, আতিকুর রহমান, সাজিদুর রহমান, সাহেদ আলী, মখলিছুর রহমান, মাওলানা তাজুল ইসলাম, মোঃ আব্দুল গাফ্ফার, মোঃ আবু তাহের মিয়া প্রমুখ। সভার শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলের তোড়া দিয়ে মাদ্রাসা শিক্ষকমন্ডলী শুভেচ্ছা জানান। পরে জেডিসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত হাফেজ সাইফুল ইসলাম, হুছনা আক্তার ও জেএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত সাহেদ আহমদ রাহী, রাসেল আহমদ, শামছুল ইসলাম, তারেক মিয়া, শাহ নেওয়াজ ও গোলাম দস্তকিরকে সম্মাননা ক্রেষ্ট উপহার দিয়ে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অতিথিবৃন্দ। উল্লেখ্য যে, বিশেষ অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ মকছুদ আলী মাদ্রাসার উন্নয়নে ৫০ হাজার টাকার চেক প্রদান করবেন বলে আশ্বাস দেন।