নবীগঞ্জ প্রতিনিধি ॥ “স্কাউট করি-সুন্দর জীবন গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর দর্শন বাস্তবায়নে স্কাউটিং ক্যাম্প পরিচালনা পরিষদের উদ্যোগে চতুর্থ নবীগঞ্জ উপজেলা স্কাউটস সমাবেশ-২০১৯ খ্রি. বাংলাদেশ স্কাউটস্ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে ২৩ হইতে ২৭ জানুয়ারী পর্যন্ত চলবে। এতে গতকাল বৃহস্পতিবার বিকালে আউশকান্দি স্কুল ও কলেজ প্রাঙ্গণে চতুর্থ স্কাউট সমাবেশের ২০২০ ইংরেজী উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। চতুর্থ স্কাউট সমাবেশে উপজেলার প্রায় ৩০টি দল অংশ গ্রহনের কথা রয়েছে। গতকাল থেকে বিভিন্ন সরকারী বেসরকারী স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস নবীগঞ্জ শাখারা সভাপতি বিশ্বজিত কুমার পাল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজললু হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মুহিবুর রহমান হারুন, আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ম্যানজিং কমিটির সভাপতি হাজী সুহুল আমিন, আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান ও ক্যাম্প উপদেষ্টা লুৎফুর রহমান, বাংলাদেশ স্কাউট হবিগঞ্জ জেলার স্কাউট লিডার ও প্রোগাম চীফ কমিশনার জি এম সহিদুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস এর নবীগঞ্জ শাখার কমিশনার ক্যাম্প চীফ আলী আমজাদ মিলন, বাংলাদেশ স্কাউটস নবীগঞ্জ উপজেলার কোয়াটার মাস্টার মোঃ হারুন মিয়া, আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভলান্টিয়ার চীফ ইফনিট লিডার মোঃ আজহারুল ইসলাম মল্লিক, নবীগঞ্জ উপজেলা শাখার আউশকান্দি মুক্ত স্কাউট এর ক্যাম্প মার্শাল মোঃ মিলাদ হোসেন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি আশাহিদ আলী আশা, চ্যানেল এস নবীগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমদ, এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু। ৪টি সাব ক্যাম্প এর মধ্যে শাহ আবু মোহাম্মদ সামছুল কিবরিয়া সাব ক্যাম্পে মোঃ শফিউল আলম ও ডেপু সাব ক্যাম্প চীফ আব্দুল মালিক। দেওয়ান ফরিদ গাজী সাব ক্যাম্পের চীফ মোঃ মাহবুব আলম ও ডেপু সাব ক্যাম্প চীফ মোয়াজ্জেম হোসেন। মাহবুবুর রব সাদী সাব ক্যাম্পের চীফ মোঃ জসিম উদ্দিন ও ডেপু সাব ক্যাম্প চীফ আব্দুল হালিম। অনুদ্বৈপায়ন ভট্টাচায্য সাব ক্যাম্পের চীফ শাহীন আক্তার ও ডেপু সাব ক্যাম্প চীফ মোতাহেরা আক্তার।
উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে অংশ গ্রহন করেন, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শিক্ষানুরুগী লোকজন।