শায়েস্তাগঞ্জে প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে দুই দিন ব্যাপী শিশু মেলার সমাপণী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার উজ্জ্বল শীল।
বিটিভির জেলা প্রতিনিধি আলমগীর খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার। বক্তব্য রাখেন বিরামচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারুল আক্তার, পূর্ববড়চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তা রানী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী প্রমুখ।
পরে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিচালকদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।