হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের ঐতিহ্যবাহী বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে এ প্রতিযোগিতা শুরু হয়। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু কর্মকারের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার, হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান মিজান। এর আগে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানসহ অতিথিবৃন্দ। এরপর শিক্ষার্থীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে। দুপুরে শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।