স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ আদালতে নির্যাতনের মামলা করায় অপহরণের হুমকী ও উত্যক্ত করার কারণে স্কুলে যেতে পারছে না বানিয়াচং পুরান বাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। সে উপজেলা সদরের ডালী মহল্লা গ্রামের ওমান প্রবাসী বাচ্চু মিয়ার কন্যা। গতকাল শনিবার সরেজমিন পরিদর্শন কালে বাংলাদেশ মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন ওই ছাত্রীসহ এলাকাবাসী।
জানা যায়, ওই স্কুল ছাত্রীর পরিবারের সাথে প্রতিবেশী আব্দুর রশিদের পরিবারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। আব্দুর রশিদ একই গ্রামের প্রভাবশালী ইউপি সদস্য আব্দুল জলিলের শ্বশুর বাড়ীর আত্মীয় হওয়ায় তিনি রশিদের পরিবারকে বিরোধে সহযোগিতা করে আসছিলেন। এমনকি জলিল মেম্বারের বখাটে পুত্র এনামুল হক ওরফে বাদশা (২০) দীর্ঘদিন যাবত প্রতিপক্ষ বাচ্চু মিয়ার স্কুল পড়ূয়া কন্যাকে স্কুলে যাওয়া-আসার পথে যৌন হয়রানী করে আসছে। সম্প্রতি সন্ধ্যারাতে নিজের পড়ার ঘরে একা দেখতে পেয়ে এনামুল প্রবেশ করে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় স্কুল ছাত্রীর ধ্বস্তাধস্তি ও চিৎকার শুরু করলে এনামুল তাকে টেনে-হেচড়ে ঘরের বাইরে নিয়ে বেধড়ক মারধোর করতে থাকে। মেয়েকে বাঁচাতে ঘর থেকে তার মা ও দাদী বেড়িয়ে আসলে আব্দুর রশিদের পরিবারের সদস্যরা তাদের উপর হামলা চালায়। খবর পেয়ে থানা থেকে পুলিশ এসে গুরুতর আহত মেয়েকে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর জনাব আলী কলেজের প্রভাষক খায়রুল বাশার সোহেল উভয় পক্ষকে আপোস মানালেও পরবর্তীতে শালিস বৈঠকের পূর্বেই আপোস অমান্য করে আব্দুর রশিদ নির্যাতিতা স্কুল ছাত্রীর পরিবারের লোকজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। পরে নিরূপায় হয়ে নির্যাতিতা ছাত্রীর মা অজুফা বেগম বাদী হয়ে বখাটে এনামুলসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়ের করায় এনামুল আরো বেপরোয়া হয়ে উঠেছে। ঘর থেকে বের হলেই সে স্কুল ছাত্রীকে যৌন হয়রানিসহ তুলে নেয়ার হুমকি দেয়। এতে তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। তাকে এক প্রকার গৃহবন্দি অবস্থায় রাখা হয়েছে। গতকাল দাদীকে সাথে নিয়ে স্কুলে রওয়ানা হলে পথিমধ্যে এনামুল তাদের গতিরোধ করে যৌন হয়রানিসহ তুলে নেয়ার হুমকি দিলে ভয়ে সে স্কুলে না গিয়ে বাড়ী ফিরে আসে।
সরেজমিন ঘটনাস্থল পরিদর্শনকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন বানিয়াচং উপজেলা শাখার সভাপতি এস এম খোকন, সাধারণ সম্পাদক মোশাহেদ মিয়া, যুগ্ম সম্পাদক আশিকুল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান ইমরান মিয়া, জনাব আলী ডিগ্রী কলেজের প্রভাষক খায়রুল বাশার সোহেল, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খান, দৈনিক ভোরের কাগজ এর প্রতিনিধি আব্দুল হক মামুন, সাংবাদিক একে আজাদ, উমর ফারুক শাবুল, শেখ নুরুল ইসলাম, জাপা নেতা আঙ্গুর মিয়া, ছাত্রলীগ নেতা কামরুল হোসেন খান, ছাত্র ইউনিয়ন নেতা শেখ তোফায়েল আহমেদসহ বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।