নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পার্শ¦বর্তী বানিয়াচং উপজেলার নোয়াগাও গ্রামে জোরপূর্বক ধান নেয়ার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের মহিলাসহ ৪ জন লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪জনকে নবীগঞ্জ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।
জানা যায়, গতকাল শনিবার বিকেল ৩টার দিকে উল্লেখিত গ্রামের আফজল মিয়ার ধান জোরপূর্বক একই গ্রামের রঞ্জু ও মুফতি গংরা নিয়ে যেতে চাইলে বাধা দেন আফজল ও তার স্ত্রী। এ সময় হামলায় আফজল মিয়া (৩৮), আরিফ উল্ল্ া(৫০), সুমন মিয় (২৭) ও সেলিনা বেগম (৩০) আহত হন।