নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের বিভিন্ন স্থানে গর্ববতী মায়েদের প্রসবকালীন সময়ে মাতৃমৃত্যুর সঠিক কারন সনাক্ত করার জন্য এফআইবিডিবির উপজেলা মা-মনি প্রকল্পের উদ্যোগে গতকাল শনিবার সকালে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ভানদেব, হোসেনপুর, আলী নগর গ্রাম পরিদর্শন করা হয়। পরিদর্শন কালে জানা যায়, ভানুদেব গ্রামের দিনমজুর ছায়েদ আলীর স্ত্রী রীনা বেগম গত মার্চ মাসে ৩য় বাচ্চা প্রসবকালীন সময়ে রীনা বেগম বাচ্চাসহ মারা যান। বর্তমানে তার অপর সন্তানগুলো তার চাচী পারুল বেগমের তত্ত্বাবধানে আছে। মাতৃ মৃত্যুর কারন হিসাবে পুষ্টির অভাব, সিদ্ধান্ত নিতে দেরী ও আর্থিক অসচ্চলতাই প্রধান কারন বলে প্রতিয়মান হয়। আলী নগর গ্রামের দিনমজুর আব্দুল বাছিতের স্ত্রী হাসিনা বেগম ৩ ছেলে ও ১ মেয়ে থাকার পরও প্রায় ১০ মাস পূর্বে হাসিনা বেগম ৫ম সন্তান জোহান মিয়া নামের একটি ছেলে বাড়ীতে সকাল ৮ টায় প্রসব করার পর অধিক খিচুনী ও রক্তক্ষরন দেখা দেয়। তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। প্রসবকৃত সন্তান জোহান এখন তার দাদা-দাদীর কাছে লালন পালন হচ্ছে। তার মৃত্যুও কারন হিসাবে সনাতন পদ্ধতিতে সন্তান প্রসব, সচেতনার অভাব, দেরীতে সিদ্ধান্ত গ্রহন, আর্থিক অনটনই প্রধান কারন হিসাবে ধরা পড়েছে। এছাড়া একই ইউনিয়নের হোসেনপুর গ্রামের দিনমজুর বুধু মিয়ার স্ত্রী রেবী বেগম পূর্বে ২ সন্তান মারা যাবার পর চলতি ২ বৈশাখ মাসে ৩ মেয়ে ও ১ ছেলে থাকার পর ৭ম সন্তান প্রসবকালীর সময়ে ব্যাথা অনভব হয়। সকাল ৯ টায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ঐদিন সন্ধ্যায় সন্তান প্রসবের পূর্বেই হাসপাতালে মারা যান। মৃত্যুর কারন হিসাবে হাসাপাতালে দেরীতে পৌছানো, সন্তানের ব্যবধান কম, বহু সন্তানের মা হওয়ার কারনই প্রধান কারন বলে সনাক্ত করা হয়। পরিদর্শন টীমে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা মা ও শিশু কর্মকর্তা ডাঃ নগেন্দ্র কুমার দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, ভারপ্রাপ্ত পঃ পঃ কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন, দেবপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, ক্র্যাক কর্মকর্তা শাহ আলম ভূইয়া, মা-মনির টেকনিক্যাল অফিসার অঞ্জন কুমার চৌধুরী, মা-মনির ফিল্ড সাপোর্ট অফিসার আব্দুল বাছিত, মহিলা ইউপি সদস্য হাসেনা বিবি।