স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা ৫নং গোপায়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবুল কালমাকে নৈতিক স্কলন জনিত অপরাধের অভিযোগে তার পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্য্যালয়ে অনুষ্ঠিত উপজেলা আওয়ামীলীগের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। পাশপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামীলীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়।