স্টাফ রিপোর্টার ॥ রাস্তা বন্ধ করে রাখার ঘটনাকে কেন্দ্র করে পাঁচপাড়িয়া ও আটঘরিয়া গ্রামবাসীর মধ্যে ২০ জন আহত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে পাঁচপাড়িয়া গ্রামের পার্শ্ববর্তী একটি রাস্তায় উভয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে-আটঘরিয়া গ্রামের আরজু মিয়া তার জমির ধান কেটে রাস্তার উপর জমা রাখে। বিকেল সাড়ে ৩টার দিকে পাঁচপাড়িয়া গ্রামের কাউছার মিয়া রাস্তা দিয়ে গাড়িতে করে ধান নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। কিন্তু আরজু মিয়া যে জায়গায় ধান রেখেছিল ওই জায়গায় গিয়ে কাউছার মিয়ার গাড়ি আটকা পড়ে। এসময় রাস্তা থেকে ধান সরানোর জন্য আরজু মিয়াকে বলেন কাউছার মিয়া। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন র্সঘর্ষে লিপ্ত হয়। এতে ২০ জন আহত হয়। এদিকে এখবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের মধ্যে রহমত আলী (৩৫), শিপন মিয়া (২২), আরজু মিয়া (৫৫), লিটন (৮), জসিমমিয়া (৩২), ছুরুক আলী (৪৪), শাহজাহান (৫৫), জাহির মিয়া (৩৬), আব্দুল মজিদ (৪২), সজলু মিয়া (২৮), তালেব মিয়া (১২), রুবেল মিয়া (২৮) ও আমিনুল (২৫)কে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।