নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় নবীগঞ্জ শহরের শেরপুর রোডস্থ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল নেতা তৌহিদ চৌধুরীর সভাপতিত্বে ও ছাত্রদল নেতা আল-আমিন চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য ও উপজেলা শ্রমিকদলের সভাপতি মুর্শেদ আহমেদ, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনর উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক হারুনুর রশিদ হারুন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ওয়েছ চৌধুরী, পৌর বিএনপি নেতা সাহেল আহমেদ প্রিন্স, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, পৌর শ্রমিকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাল আহমেদ, পৌর যুবদল নেতা শিপন আহমেদ, আমির আলী, কলেজ ছাত্রদল নেতা রাব্বী আহমেদ চৌধুরী, নিরব তালুকদার, আলী হোসেন, পারভেজ আলম, খালেদ আহমেদ, কয়েছ মিয়া, আব্দুস সামাদ, সাদ্দাম হোসেন, তোফায়েল, তামিম, রায়হান, লিংকন, মারুফ, রাসেল, ইমরান, জুবেল, উজ্জ্বল, মোহন, তুহিন, ফাহিম, মিজান প্রমুখ। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর আত্মার মাগফেরাত কামনা ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।