স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের দুই নম্বর পুল এলাকা থেকে মাদক বিক্রেতা শাকিল (৩০) কে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সে ভাদৈ গ্রামের মৃত আলা উদ্দিন মিয়ার পুত্র। গতকাল রবিবার দুপুরে ডিবির এসআই দেবাশীষ দাসের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকা থেকে শাকিলকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বিকেলে হবিগঞ্জের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম এর আদালতে হাজির করা হলে তাকে উপরোক্ত দণ্ডাদেশ দেন।