প্রেস বিজ্ঞপ্তি ॥ পুরাতন খোয়াই নদী রক্ষা ও পানি নিস্কাশন সংগ্রাম কমিটির উদ্যোগে স্বেচ্ছায় পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় শহরের নিউ মুসলিম কোয়ার্টারস্থ পুরাতন খোয়াই নদীতে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, সংগ্রাম কমিটির সভাপতি এডভোকেট আলা উদ্দিন তালুকদার, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের জেলা সভাপতি ইকরামুল ওয়াদুদ, ডাঃ আহমুদুর রহমান আবদাল, এডভোকেট রহমত এলাহী, এডভোকেট তাজ উদ্দিন সুফী, আহছানুল হক সুজা, মামুনুর রশিদ খান, সৈয়দ আবু কায়সার মাখন, সৈয়দ মুশফিক আহমেদ, হাসবী সাঈদ চৌধুরী, আবুল কালাম আজাদ টিপু প্রমূখ।