স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র তানভীর আহমেদ (৮) কে বেধড়ক বেত্রাঘাত করার অভিযোগে শিক্ষকসহ এক ছাত্রকে আটক করা হয়েছে। এ নিয়ে সর্বত্র তোলপাড় শুরু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। সে লস্করপুর গ্রামের জিনের বাদশা সাহেদ আলীর পুত্র ও ওই মাদ্রাসার ছাত্র। গতকাল মাদ্রাসার এক ছাত্রের সাথে দুষ্টুমি করছিল তানভীর। বিষয়টি শিক্ষক মোজাম্মেল হকের নজরে আসলে তাকে দুষ্টুমি বন্ধ করতে বলে। এতেও কাজ না হলে বেধড়কভাবে পিটিয়ে তাকে আহত করে। পরিবারের লোকজন তানভীরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাপসাতালে চিকিৎসা করিয়ে সদর থানায় নিয়ে আসে। তানভীরের অবস্থা দেখে সদর থানার ওসির নির্দেশে একদল পুলিশ ওই মাদ্রাসার শিক্ষক মোজাম্মেল হক (৩০) ও ছাত্র আবু নাঈম (১৫) কে আটক করে থানায় নিয়ে আসেন। অভিযুক্ত শিক্ষক মোজাম্মেল হক জানান, দুষ্টুমি করার কারণে তাকে তানভীরকে ভয় দেখানো হয়েছে, বেত্রাঘাত করা হয়নি। ওই ছাত্র আবু নাঈম ও তানভীর দুইজনের মারামারি করে তানভীর আহত হয়েছে।
এ ব্যাপারে ওসি মোঃ মাসুক আলী জানান, দুইজনকে আটক করে জিজ্ঞাসাবদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ব্যবস্থা নেয়া হবে।