স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নিউ ফিল্ডে আয়োজিত বাণিজ্য মেলায় প্রকাশ্যে চাকু নিয়ে ঘুরাফেরার অভিযোগে মোহাম্মদ আলী (৩০) নামে এক যুবককে আটক করেছে জনতা। গতকাল শনিবার রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। সে সদর উপজেলার বহুলা গ্রামের মৃত তিতু মিয়ার পুত্র।
সূত্র জানায়, বাণিজ্য মেলায় ঘুরতে আসা তরুণীদেরকে প্রায়ই উত্ত্যক্ত করছে একদল বখাটে। এদের ভয়ে ভদ্র ঘরের তরুণীরা মেলায় আসতে ভয় পাচ্ছেন। গতকাল ওই সময় মোহাম্মদ আলী চাকু নিয়ে এক তরুণীর কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। স্থানীয় লোকজন আচ করতে পেরে তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।