প্রেস বিজ্ঞপ্তি ॥ শচীন্দ্র কলেজ গভর্নিং বডির সভাপতি এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় গতকাল শনিবার সন্ধ্যায় তার নিজ বাস ভবনে শচীন্দ্র কলেজ শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক প্রমোদ সাহাজী, সহকারী অধ্যাপক মানিক ভট্টাচার্য্য, সহকারী অধ্যাপক অঞ্জন কুমার সরকার, সহাকরী অধ্যাপক প্রবীন্দ্র সমাজপতি, প্রভাষক দেওয়ান মোঃ রাফিউল হক খান পাঠান, প্রভাষক আব্দুল আহাদ খান, প্রভাষক বিষ্ণু চন্দ্র পাল, প্রভাষক মোঃ মঈন উদ্দিন, প্রভাষক মোঃ লতিফ হোসেন, প্রভাষক গৌতম কুমার সরকার, প্রভাষক শ্রী প্রসূন আচার্য্য, প্রভাষক মোঃ ফিরোজ মিয়া, প্রভাষক মোঃ নজরুল ইসলাম খান, প্রভাষক রন্জু পাল, প্রভাষক তপন কুমার হীরা, প্রভাষক মোঃ শাহ আলম, প্রভাষক জিয়াউল হক, সঙ্গীত শিক্ষক আবু মোতালেব খান, প্রদর্শক সুদাম চন্দ্র দাস, অফিস সহকারী জয়লাল সরকার, হিসাব সহকারী অনিল দাস, কম্পিউটার অপারেটর মোঃ মেহের সাগর সোহাগ, অফিস সহায়ক মোঃ নুরুল হক, অফিস সহায়ক মোঃ মর্তুজ আলী, অফিস সহায়ক মোঃ মকসুদ আলী, অফিস সহায়ক রনি দাশ ও নৈশ প্রহরী শেখ বাচ্চু প্রমুখ।
উল্লেখ্য, এই কমিটির সাবেক সভাপতি ব্যারিস্টার ফজলে নূর তাপস এমপি পদ থেকে পদত্যাগ করায় সভাপতির পদটি শূন্য হয়। আওয়ামী লীগের সংসদীয় কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সভাপতি পদে নির্বাচিত করেন।